নিজস্ব প্রতিবেদক
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকের মৃত্যুর পর কাগজপত্র জমা দেওয়ার ৭ দিনের মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি।
সম্প্রতি এই দাবি পরিশোধ করা হয়।
কোম্পানির জনসংযোগ দপ্তর জানায়, ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামের মফিজুর রহমান গত বছরের ফেব্রুয়ারিতে মাসিক ৩ হাজার টাকা জমাদানের ভিত্তিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে একটি বীমা চুক্তি করেন। প্রবাস ফেরত মফিজুর রহমান গত মাসের ২৫ তারিখে ৩ সন্তান রেখে ইন্তেকাল করেন।
কাগজপত্র জমাদানের মাত্র ৭ দিনের মাথায় মরহুমের পরিবারকে ৩ লাখ ১৭ হাজার ৩৪০ টাকা বীমা অংকের সঙ্গে ২৬ হাজার ২২ টাকা বোনাসসহ মোট ৩ লাখ ৪৩ হাজার ৩৬২ টাকার চেক প্রদান করা হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার ইমাম হোসেন সজীব।