1. banijjobarta22@gmail.com : admin :

জার্মানির আন্তর্জাতিক টিস্যু এক্সপোতে পারটেক্স টিস্যু

  • Last Update: Wednesday, March 29, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর ডুসেলডর্ফে শুরু হয়েছে আন্তর্জাতিক টিস্যু এক্সপো-২০২৩। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক এই টিস্যু এক্সপোতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে দেশের অন্যতম সেরা ব্র্যান্ডের টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান পারটেক্স টিস্যু লিমিটেড, যার ব্র্যান্ড “পারটেক্স ক্লিন টিস্যু”।

বাংলাদেশের পারটেক্স টিস্যু লিমিটেড কোম্পানী ছাড়াও এই এক্সপোতে যুক্তরাষ্ট্র, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান, সুইডেনসহ বিশ্বের ৭৫ টিরও বেশি দেশের ১২০ টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। এক্সপোতে আগত দর্শনার্থীদের মাঝেও বিপুল পরিমান সাড়া লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশী স্টল হিসেবে পারটেক্স ক্লিন টিস্যুর স্টলও ক্রেতা দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে।

এক্সপোতে অংশগ্রহন করে পারটেক্স টিস্যু লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ জানান, ” এই প্রদর্শনীতে পারটেক্স টিস্যু লিমিটেড আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক টিস্যু শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানের সাথে সরাসরি ব্যাবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারছে ”।

জার্মানিতে শুরু হওয়া এই আন্তর্জাতিক টিস্যু এক্সপো চলবে ৩০ মার্চ পর্যন্ত।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com