1. banijjobarta22@gmail.com : admin :

৯ টাকায় মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু

  • Last Update: Monday, March 27, 2023

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ টাকা দরে লেনদেন শুরু করেছে মিডল্যান্ড ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লেনদেনের শুরুতে শেয়ারটি ১০ পয়সা বা ১ শতাংশ দর কমে ৯ টাকা ৯০ পয়সায় লেনদেন চলছিল।

বেলা ১০টা ৩৯ মিনিট পরযন্ত শেয়ারটি ৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন চলছে।এই সময়ে শেয়ারটির দর ২০ পয়সা বা ২ শতাংশ কমেছে।

কোম্পানিটি মাত্র ৬০৩ বারে ৫ লাখ ৫ হাজার ১১৪টি শেয়ার হাতবদল করেছে।যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।

প্রসঙ্গত, মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজারে আসার শুরু থেকেই বিনিয়োকারীদের অনাগ্রহের তালিকায় ছিল।ব্যাংকটির প্রাথমিক গণপ্রস্তাবেও (আইপিও) চাহিদার তুলনায় কম আবেদন পড়ে।

মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এসময়ে ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।

এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটার ২৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনেছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com