1. banijjobarta22@gmail.com : admin :

একদিন পর ফের কমলো স্বর্ণের দাম

  • Last Update: Wednesday, March 22, 2023

নিজস্ব প্রতিবেদক

একদিন পর দে‌শের বাজা‌রে ফের কমেছে স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি কমানো হয়েছে এক হাজার ১৬৭ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে ভালোমানের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ৯৬ হাজার ৪৬১ টাকা।

বুধবার (২২ মার্চ) এই সোনা বিক্রি হয়েছে ৯৭ হাজার ৬২৭ টাকায়। তিন দিন আগে এই সোনা বিক্রি হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকায়।

বুধবার (২২ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৬ হাজার ৪৬১ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯২ হাজার ৮৭ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ৯০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬৫ হাজার ৭৮৪ টাকা।

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com