1. banijjobarta22@gmail.com : admin :

ক্রেতাশূন্য ১৯১ কোম্পানি

  • Last Update: Monday, March 20, 2023

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রেতাশূন্য হয়ে পড়েছে ১৯১ কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি। এ খাতে ৪২টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বীমা খাতে ৫৬টি কোম্পানির মধ্যে ৩০টি এবং ব্যাংক ও বস্ত্র খাতে ২৩টি কোম্পানি ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতা হারিয়েছে ওষুধ খাতের ১৯টি, জ্বালানি খাতের ১৩টি, আর্থিক খাতের ১১টি, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮টি, টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট খাতের ৫টি, কাগজ, সেবা, ট্যানারি ও সিরামিক খাতের ২টি কোম্পানি।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com