1. banijjobarta22@gmail.com : admin :

বীমায় আস্থা ফেরাতে আন্তরিক হতে হবে : শেখ কবির

  • Last Update: Sunday, March 19, 2023

নিজস্ব প্রতিবেদক

বীমায় আস্থা ফেরাতে আরও আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শেখ কবির হোসন।

তিনি বলেন, বীমা খাতে আস্থা ফিরলে তবেই এ খাতের উন্নয়ন হবে।

রোববার (১৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিআইএ আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ কবির হোসন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা পরিবারের সদস্য ছিলেন। এ খাতে বিশৃঙ্খলা থাকতে পারে না। সবাইকে নিয়ম মেনে চলতে হবে। বীমা দাবি পূরণে কোনো ধরনের অসহযোগিতা করা চলবে না। তবেই বীমায় গ্রাহকদের আস্থা ফিরবে। বীমা খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন পাভেলসহ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com