1. banijjobarta22@gmail.com : admin :

জেসিআই ঢাকা প্রিমিয়ারের মেম্বারস ডে আউট অনুষ্ঠিত

  • Last Update: Friday, March 17, 2023

নিজস্ব প্রতিবেদক

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের চ্যাপ্টার জেসিআই ঢাকা প্রিমিয়ারের বিএম-জিএম ফেলোশিপ ও মেম্বারস ডে আউট অনুষ্ঠিত হয়েছে। এতে জেসিআই ঢাকা প্রিমিয়ারের বোর্ড মেম্বার এবং সাধারণ সদস্যরা অংশ নেয়।

শুক্রবার (১৭ মার্চ) পূর্বাচলের অভিজাত এক রিসোর্টে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা প্রিমিয়ারের ফাউন্ডার ও লোকাল প্রেসিডেন্ট জান্নাত আরা মুক্তা।

উপস্থিত ছিলেন বিডিসির চেয়ারপার্সন মো. ফজলে মুনীম, এ্যাসিসট্যান্ট ন্যাশনাল সেক্রেটারি সাফকাত হোসেন, ন্যাশনাল কমিটি চেয়ারপার্সন এস এম মুক্তাদিরুল হক।

ফেলোশিপ সেশন পরিচালনা করেন জেসিআই ঢাকা প্রিমিয়ারের ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেন।
জেসিআই ঢাকা প্রিমিয়ারের প্রথম এই জিএম-বিএম ফেলাশিপে চলতি অর্থবছরের জন্য তিনটি প্রজেক্ট উপস্থাপন করা হয়। এছাড়া দিনব্যাপী ডে আউটে আনন্দ উদযাপন করেন সদস্যরা।

ফেলোশিপে প্রশিক্ষণ কর্মসূচি পরিচারনা করেন এনজিবির ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com