1. banijjobarta22@gmail.com : admin :

বেড়েছে সিলিন্ডার গ্যাসের দাম

  • Last Update: Thursday, March 3, 2022

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১৫১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (৩ মার্চ) ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এ আদেশ দেয় বিইআরসি। নতুন এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিইআরসি চেয়ারম্যান বলেন, ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাংলাদেশে ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক কম।

এর আগে গত ডিসেম্বরে বেসরকারি খাতে ১২ কেজি প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তখন প্রতিটি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২২৮ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com