1. banijjobarta22@gmail.com : admin :

ঋণের জন্য চুক্তি করেছে ইউনিক হোটেলের ভেঞ্চার কোম্পানি

  • Last Update: Tuesday, March 14, 2023

নিজস্ব প্রতিবেদক

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার, নেবার্স পাওয়ার ইনভেস্টমেন্ট বি.ভি এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বি.ভি বিদেশি ঋণের জন্য একটি ‍চুক্তি সই করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য চুক্তি করেছে। জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ১৫ বছরের জন্য চুক্তি করেছে।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। এটি ৫৮৪ মেগাওয়াট গ্যাসভিত্তিক কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট। প্রকল্পটিতে ৭৫:২৫ অনুপাতে অর্থায়ন করা হবে। এতে ইউনিক হোটেলের ৩৭.২৪ শতাংশ মুনাফা রয়েছে।

এই প্রকল্পের জন্য ১৫ বছর মেয়াদী ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হবে। সার্ভ ইসিএ বেকড লেন্ডার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে ১১০ মিলিয়ন মার্কিন ডলার, ডিটাসি ইনভেস্টশনস ৪৫ মিলিয়ন ডলার এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com