নিজস্ব প্রতিবেদক
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ৪ টাকা বা ৮ দশমিক ০২ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটির দর কমেছে ৮ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ২২ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। এই শেয়ারটির দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৭০ শতাংশ।
তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, সিএপিএম আইবিবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, বিজিআইসি, জেএমআই হিসপিটাল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস ও হাক্কানি পাল্প লিমিটেড।