1. banijjobarta22@gmail.com : admin :

কমেছে সূচক, লেনদেনও

  • Last Update: Thursday, March 9, 2023

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সমান্য পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।

ডিএসইতে এদিন ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৩ কোটি ৮৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিলো ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য উত্থানে হয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com