1. banijjobarta22@gmail.com : admin :

ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই

  • Last Update: Thursday, March 9, 2023

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে গাড়ি আটকে ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তুরাগ থানার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, ওই টাকা তাদের নয়। সংশ্লিষ্ট কোম্পানির টাকা।

তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে টাকা বহনকারী ওই গাড়িটি ডাচ-বাংলা ব্যাংকের বুথে টাকা জমা করতে ঢাকা থেকে সাভার ইপিজেড এলাকার একটি বুথে যাচ্ছিল। সাড়ে ৭টার দিকে তুরাগ থানার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এলে সশস্ত্র একটি চক্র গাড়িটি জিম্মি করে টাকার বাক্সটি ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ বলছে, প্রতিষ্ঠানটি দাবি করেছে ছিনতাইকারী দলটি প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে।

প্রতিষ্ঠানটির বরাতে পুলিশ জানায়, তৃতীয় পার্টির সিকিউরিটি কোম্পানি প্রতিষ্ঠানটির বুথগুলোয় টাকা রাখার কাজটি করে।

ঘটনা সম্পর্কে তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ বলেন, উত্তরা বিভাগের উপকমিশনার, ওসিসহ ডিএমপির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডাচ বাংলা ব্যাংকের গণসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ বলেন, ব্যাংকের গাড়ি থেকে টাকা ছিনতাই হয়েছে এমন তথ্য ভুল। কারণ গাড়িটি ডাচ বাংলা ব্যাংকের নয়। উত্তরাতে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কথা সত্য। কিন্তু সেটি ব্যাংকের টাকা নয়। এটিএম বুথে টাকা শেষ হয়ে গেলে যে কোম্পানির মাধ্যমে আমরা পুনরায় টাকা পূর্ণ করে থাকি সেই কোম্পানির গাড়ি থেকে টাকা ছিনতাই হয়েছে। এখানে ব্যাংকের কোনো বিষয় নয়। অথবা ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com